লেখকঃডা.রাফান আহমেদ
অনেক বছর ধরে বিবর্তন তত্ত্বকে প্রচার করে আমাদের মাঝে প্রচার করা হচ্ছে।এই তত্ত্ব নিয়ে আমাদের মাঝে খটকা থাকলেও উত্তর জানার আবশ্যকতা কেউ দেখিনা।বিজ্ঞানের নামে বিজ্ঞানবাদিতাও গিলে ফেলতেছি অনেকে মনের অজান্তেই।অনেকেই এই বিজ্ঞানের কথিত আশীর্বাদের মাধ্যমে স্রষ্ঠার অস্তিত্বকে হারিয়ে ফেলি মন থেকে।
এইসব তত্তনিয়ে সংশয়ে থাকা মানুষদের জন্য ডা.রাফান আহমেদের হোমো স্যাপিয়েন্স বইটি কিশোর তরুনদের জন্য যুগোপোযোগী।কিভাবে বিজ্ঞানের ভুল ব্যাখ্যা ও অপপ্রয়োগের মাধ্যমে একদল ডারউইনবাদীরা মানুষকে ফেলে দিচ্ছে বিপথের মাঝে তা তুলে ধরা হয়েছে বইয়ে।লেখক নিজে ডাক্তার হওয়ায় প্রচলিত বিজ্ঞানের তত্ত্বগুলাকে বস্তুবাদীদের রেফারেন্স নিয়ে কাটা দিয়ে কাটা তুলেছেন।সময়ের আবির্ভাব থেকে প্রাণের উৎপত্তি বিষয়গুলোকে বিজ্ঞানীরা যেভাবে মানুষের চোখের আড়াল করার চেষ্টা করেছে বিভিন্ন ভুল ব্যাখ্যা দ্বারা তা তুলে ধরা হয়েছে এই বইয়ে।।
লেখকের এই বই এ পুরাপুরি বাস্তববাদি কথা যেভাবে তুলে ধরেছেন তা পড়ার মাধ্যমে বিজ্ঞান ও সভ্যতা নিয়ে আমাদের চিন্তার প্রসার ঘটাবে সাথে নিজেদের বিশ্বাসের ভিত্তি আরো জোরদার করবে বলে বিশ্বাস।এই বইটা পড়ে সত্যিকারের বিজ্ঞান জানার ইচ্ছাটা আরো বেড়ে গেলো।
সঠিক বিজ্ঞান জানার আগ্রহী ভাই-বোনদের বইটি পড়ে দেখার অনুরোধ রইল।
রিভিউদাতা : ওমর আব্দুল্লাহ